রাতারাতি বদলে গেল পৌর প্রশাসক : রাজনৈতিক মহলে গুঞ্জন

11th November 2020 2:39 pm বাঁকুড়া
রাতারাতি বদলে গেল পৌর প্রশাসক : রাজনৈতিক মহলে গুঞ্জন


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) :  এবার রাতারাতি বাঁকুড়া পৌরসভার পৌর প্রশাসক পরিবর্তনকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই শুরু হয়েছে জোর রাজনৈতিক গুঞ্জন । প্রসঙ্গত গত চার মাস আগে পৌরসভার মেয়াদ শেষ হলে প্রাক্তন পৌর প্রধান মহাপ্রসাদ সেনগুপ্ত কেই পুনরায় পৌরসভার পৌর প্রশাসক হিসেবে নিয়োগ করা হয় । এরপর প্রশাসনিক বৈঠকে কাজ না করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে ধমক খেতে দেখা গেছে মহাপ্রসাদ সেনগুপ্তকে তারপর কেটে গেছে বেশ কয়েকটা মাস । হঠাৎ মহাপ্রসাদ সেনগুপ্তের যায়গায় বাঁকুড়া পৌরসভার নতুন পৌর পোশাক হিসেবে নিযুক্ত হলেন অলোকা সেন মজুমদার । আর তাই নিয়ে শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই রাজনৈতিক তরজা । তবে কি তৃণমূলের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই এই পৌর প্রশাসক পরিবর্তন হলো নাকি কাজ না করার জন্য তাকে সরিয়ে দেওয়া হলো , না এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে রয়েছে সে প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে চারিদিকে ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।